আমাদের কথা

শিক্ষা এমন এক প্রজ্জ্বলিত আলো যার পরশে জীবন ঐশ্বর্যমন্ডিত হয় এবং যার বদৌলতে মানুষ সমাজ জীবনে শ্রদ্ধা ও সম্মানের পাত্র হিসাবে আদৃত হয়। জীবন সন্ধানী পথিককে নিজের গন্তব্যে পৌছানোর একমাত্র অবলম্বন শিক্ষা, শিক্ষা এবং শিক্ষা। শিক্ষা মানুষের অন্তর আত্মাকে শুদ্ধ এবং দৃষ্টিশক্তিকে প্রসার করে তার ত্রিলোচনকে জাগ্রত করে। শিক্ষা সত্যের অনুসন্ধান করে। বিদ্যা বিনয় দান করে। বিদ্যা মানব জীবনের অজ্ঞানতা, কুসংস্কার ও অন্ধকার দূর করে জীবনকে করে তোলে মহীয়ান ও সুষমামন্ডিত। বিদ্যার সাহচর্যেই মানবজীবন হয় মোহমুক্ত, সতেজ ও আনন্দপূর্ণ। মানবজীবনকে সুন্দর সতেজ ও সাবলীল করে গড়ে তুলতে হলে শিক্ষাকে অবশ্যই জীবনধর্মী হতে হবে।